27 Feb

খামারিদের কাফ স্টার্টার ও রেডিফিডের কার্যকারীতা পরীক্ষার জন্য প্রদর্শনী উন্নয়ন RMTP

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) এর ‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মহিষ ও গরু পালন কারী খামারিদের কাফ স্টার্টার ও রেডিফিডের কার্যকারীতা পরীক্ষার জন্য প্রদর্শনী উন্নয়ন আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অথিতি ছিলেন জনাব ডাঃ মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক(জিজেইউএস), ডাঃ মোঃ হাসিব, নারিশ কর্মকর্তা ও আরএমটিপি কর্মকর্তাগন। আলোচনা শেষে ১০ জন মহিষ খামারি তাদের মহিষের বাচ্চাদের খাওয়ানোর জন্য কাফ স্টার্টার ফিড প্রদান করা হয়।

#RMTP

#GJUS

#PKSF

#Nourish

  • Share

Category

View All