01 Mar

বাকেরগঞ্জ এর বোয়ালিয়া গরুর হাটে প্রথম ঘাসের বাজারে ক্রেতাদের ব্যাপক সাড়া। RMTP

আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন ’ Rural Microenterprise Transformation Project(RMTP) ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের বাকেরগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন এর আওতায় খামারী পলাশ চন্দ্র কে ঘাসের ডিলার পয়েন্ট এর অনুদানের প্রদান এর মাধ্যমে উন্নিত করা হয়। আজ প্রথম বাকেরগঞ্জ এর বোয়ালিয়া গরুর হাটে ঘাসের বাজার শুরু করা হয়, প্রথম দিন এ বাজারে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যায়, দক্ষিণ অঞ্চলের গরুর বাজারে ঘাস সহজলভ্য হওয়ায় গরুর ব্যাপারিরা ও অনেক খুশী ,আজ প্রায় ৩০০০ টাকার ঘাস বিক্রয় করা হয়।

  • Share

Category

View All