পিকেএসএফ ও ইফাদের এর অর্থায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস ) আরএমটিপি প্রকল্প "নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন" উপ- প্রকল্পের মাধ্যমে বরিশাল এরিয়ার দুগ্ধজাত পণ্যের উদ্যোক্তা মোঃ মারুফ, পরিচালক সেভেন স্টার, ও মোঃ মামুন, পরিচালক সাবা ডেইরি কে মাঠা পণ্যের বিএসটিআইয়ের সনদ প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, আইভিসি বিডি ওয়াস, পিকেএসএফ, রুহুল আমিন, ভিসিএফ RMTP প্রকল্প এবং মোঃ জালিস মাহমুদ, এরিয়া ইনচার্জ, মোসাঃ রাবেয়া বেগম,ম্যানেজার বরিশাল শাখা, জিজেইউএস।