আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) এর ‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যেও বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ভোলা জেলার সদর উপজেলার আরএমটিপি প্রকল্পের গবাদি প্রাণি ইনসুরেন্স সেবা পরিদর্শন করেন মাননীয় সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জনাব মুহাম্মদ আমিন শরীফ- সিনিয়র সহকারী সচিব, (১) পরিকল্পনা-১ শাখা ও (2) মতামত ও সুশাসন শাখা (অতিঃদায়িত্ব)। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এ্যাডভোকেট বিথী ইসলাম পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম), ডাঃ মোঃ খলিলুর রহমান উপ-পরিচালক(টেকনিক্যাল) ও আরএমটিপি প্রকল্পের কর্মকর্তাগন। এসময় তিনি আরএমটিপি প্রকল্পের সকল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।