18 Oct

টুটুল মিল্ক হাউজ পরিদর্শন করেন PKSF -এর সাধারন পর্ষদের সদস্য জনাব মাহমুদা বেগম, অতিরক্ত সচিব-অর্থ মন্ত্রণালয়। RMTP

পিকেএসএফ ও ইফাদের আর্থিক সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়িত RMTP প্রকল্পের বরিশাল ও বাকেরগঞ্জের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন PKSF -এর সাধারন পর্ষদের সদস্য জনাব মাহমুদা বেগম

, অতিরক্ত সচিব-অর্থ মন্ত্রণালয়, তিনি উক্ত প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের বিভিন্ন মার্কেট এক্টরদের কার্যক্রম পরিদর্শণ করেন।এ-সময় তিনি বিভিন্ন উপদেশ প্রদান করেন ,যাতে করে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পায় । তিনি RMTP প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে মহিলা এন্টারপ্রাইজ এর কার্যক্রম।এ সময় উপস্থিত ছিলেন RMTP প্রকল্প ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগন।

  • Share

Category

View All