16 Oct

গ্রামীন জন উন্নয়ন সংস্থার নিরাপদ ডেইরি এন্টারপ্রাইজের তৈরীকৃত মাঠা ও লাবানের মোড়ক উম্মোচন

গ্রামীন জন উন্নয়ন সংস্থার নিরাপদ ডেইরি এন্টার প্রাইজের তৈরীকৃত মাঠা ও লাবানের মোড়ক উম্মোচন করা হয়েছে।

আজ সোমবার সকালে জিজেইউএস বাজারে মোড়ক উম্মোচন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক ড. মোঃ জসিম উদ্দিন। এ সময় সাথে ছিলেন (পিকেএসএফ) এর ব্যাবস্থাপক (কার্যক্রম) মুহাম্মাদ সাইদুল হক, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক কর্ম সুচি ্এন্ড লিগ্যাল এডভোকেট বিথী ইসলাম ও প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের সহায়তায় গাভীর দুধ দিয়ে নিরাপদ মাঠা ও লাবান তৈরী করছে জিজেইউএস নিরাপদ ডেইরী এন্টার প্রাইজ।

বর্তমানে পুলিশ লাইনস মোড় জিজেইউএস বাজারে এগুলো পাওয়া যাচ্ছে।

  • Share

Category

View All