07 Mar

ঘাসও খড় কাটা মেশিন ক্রয়কারিকে হাতে চেক হস্তান্তর। RMTP

আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন ’ Rural Microenterprise Transformation Project(RMTP) ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের বাকেরগঞ্জ সদর উপজেলায় ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী ও একজন ঘাসও খড় কাটা মেশিনক্রয়কারিকে চেক প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু আল বাতেন, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও উপ-প্রকল্প সমন্বয়কারী (টেকনিক্যাল), জনাব কপিল কুমার পাল, ব্যবস্থাপক (কার্যক্রম) ও নিউট্রিশন স্পেশালিষ্ট এবং জনাব লিপি আক্তার, জেন্ডার এন্ড সোস্যাল ইনক্লুশন অফিসার, RMTP ও জনাব শেখ নজরুল ইসলাম, ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার,RMTP প্রজেক্ট ও জিজেইউএস এর কর্মকর্তাবৃন্দ।

  • Share

Category

View All