07 Mar

চিলিং ও পাস্তুরাইজেশন প্ল্যান্ট ও আইসিটি ভিত্তিক সার্ভিস পরিদর্শন। RMTP

আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন ’ Rural Microenterprise Transformation Project(RMTP) ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের বাকেরগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন এর আওতায় চিলিং ও পাস্তুরাইজেশন প্ল্যান্ট ও ICT ভিত্তিক সার্ভিস পরিদর্শন করেন জনাব মোহাম্মদ আবু আল বাতেন, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও উপ-প্রকল্প সমন্বয়কারী (টেকনিক্যাল), জনাব কপিল কুমার পাল, ব্যবস্থাপক (কার্যক্রম) ও নিউট্রিশন স্পেশালিষ্ট এবং জনাব লিপি আক্তার, জেন্ডার এন্ড সোস্যাল ইনক্লুশন অফিসার, RMTP ও জনাব শেখ নজরুল ইসলাম, ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার,RMTP প্রজেক্ট ও জিজেইউএস এর কর্মকর্তাবৃন্দ।

  • Share

Category

View All