জিজেইউএস সংস্থার RMTP প্রকল্পভুক্ত কর্মকর্তাদের সাথে প্রকল্প বাস্তবায়ন গাইডলাইন, আসন্ন মিশন ও বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু আল বাতেন, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও উপ-প্রকল্প সমন্বয়কারী (টেকনিক্যাল), জনাব কপিল কুমার পাল, ব্যবস্থাপক (কার্যক্রম) ও নিউট্রিশন স্পেশালিষ্ট এবং জনাবা লিপি আক্তার, জেন্ডার এন্ড সোস্যাল ইনক্লুশন অফিসার, RMTP ও জনাব শেখ নজরুল ইসলাম, ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার,RMTP প্রজেক্ট ও জিজেইউএস এর কর্মকর্তাবৃন্দ।