14 Jun

দুগ্ধজাত পণ্যের ফর্টিফিকেশন ও নতুন পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ। RMTP

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন RMTP প্রকল্পের নিরাপত মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালুচেইন উপ প্রকল্পের আওতায় দুগ্ধজাত পণ্যের ফর্টিফিকেশন ও নতুন পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ। RMTP অনুষ্ঠিত হয়েছে জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট এ!! প্রশিক্ষণ প্রদান করেন মাদারিপুর মিল্ক ভিটা দুগ্ধ কারখানার উপ ব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হক।

উপস্থিত ছিলেন- সংস্থার টেকনিক্যাল উপ পরিচালক ডাঃ খলি-লুর রহমান ও প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা বৃন্দ। এসময় আধুনিক পদ্ধতিতে মহিষের ক্রিম থেকে ঘি, রসমালাই তৈরি, মাঠা ও লাবাং তৈরি প্রশিক্ষণ প্রদান করা হয়।

RMTP প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

 

  • Share

Category

View All