আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন ’ Rural Microenterprise Transformation Project(RMTP) ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন' শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট পরিদর্শন করেন ডাঃ মোঃ নিয়াজ মাহমুদ ভ্যালু চেইন স্পেশালিষ্ট, পিকেএসএফ ও মজনু সরকার, ব্যবস্থাপক, পিকেএসএফ। এ সময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ খলিলুর রহমান ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আবেদীন এগ্রো, দক্ষিণ চরপাতা, পূর্ব ইলিশা, ভোলা সদর।
#RMTP
#GJUS
#IFAD