আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা- এর বাস্তবায়নাধীন ’ Rural Microenterprise Transformation Project(RMTP) ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের সহযোগিতায় ভোলা জেলার প্রত্যন্ত চরাঞ্চলে প্রথম বারের মত চালু করা হলো দ্বি-তলা বিশিষ্ট প্রানী পরিবহনকারী জলযান।প্রথম সঞ্চালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জনাব হুমায়ন কবির,জিজেইউএস ও আরএমটিপি প্রকল্পের MRMO,VCF-4,VCF-5,VCF-6। প্রানী পরিবহনকারী উদ্দ্যোগতা মাঝি মো: সোহেল হাওলাদার বলেন, আরএম টিপি প্রকল্পের সহায়তায় তার ট্রলারটি আকারে বড় এবং দ্বি-তলায় উন্নীত করনের ফলে আগের তুলনায় বর্তমানে নিচতলায় পরিবহনযোগ্য মহিষ/গরুর পরিমান দ্বিগুন বেড়েছে এবং দ্বো-তলায় বাড়তি ৭০-৮০ টি বাছুর/ছাগল/গাড়ল পরিবহন করা যাবে। এতে করে তার আয় বাজার প্রতি ২০ হাজার টাকা বেড়েছে এবং সামনের ভরা মৌসুমে এটি বেড়ে ৪০ হাজারে উন্নীত হবে বলে তিনি আশাবাদী।