সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের "মহিষ পালন" উপ প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রকল্পটির চলমান বিভিন্ন কার্যক্রম পরিবর্দশনে আসেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। উপকল্পের অধীনে বাস্তবায়িত সাধারণ সেবার আওতায় ভেলুমিয়ার চর চন্দ্রপ্রসাদ মহিষের আধুনিক কিল্লা সরজমিনে পরিদর্শন করেন।