15 Jun

Contact Singing Ceremony with Brac (RMTP)

15.06.2022 গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)এর পক্ষে নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং BRAC( কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ ) এর মধ‍্যে সমোঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ‍্যমে আরো একধাপ এগিয়ে গেলো GJUS-RMTP (Safe Meat &Dairy products) প্রকল্প। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান, সহকারী মহাব‍্যাবস্থাপক পিকেএসএফ, ডা: এস এম নিয়াজ মাহমুদ,সেক্টর স্পেশালিস্ট লাইভস্টক RMTP পিকেএসএফ, জনাব মজনু সরকার, ডেপুটি ম‍্যানেজার(কার্যক্রম) পিকেএসএফ, ডা:মো: শওকত আলী ন‍্যাশনাল সেলস ম‍্যানেজার ব্র‍্যাক, ব্র‍্যাকের আরো উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং আরএমটিপি প্রকল্পের আটটি সহযোগী সংস্থা থেকে প্রতিনিধিবৃন্দ। এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ডা: মতিয়ার রহমান(ব্র‍্যাক) এবং স্বাগত বক্তব‍্য প্রদান করেন ডা: এস এম নিয়াজ মাহমুদ (পিকেএসএফ), প্রধান অতিথি মো হাবিবুর রহমান স‍্যার বলেন এই চুক্তির ফলে চরাঞ্চল পর্যায়ে তথা সারা বাংলাদেশে কৃত্রিম প্রজননের ফলে উন্নত জাত উন্নয়নের মাধ‍্যমে নিরাপদ মাংস এবং দুধ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে। পরিশেষে সকল সহযোগী সংস্থাকে একসাথে কাজ করার জন‍্য পরামর্শ প্রদান করেন সেই সাথে সবার সুস্থ‍্যতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।

  • Share

Category

View All