জানালা বাংলাদেশ'এর আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়ন সহযোগিতায় এসইপি সুপণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। মেলার উদ্বোধন করেন জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন মহোদয়। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলায় আরএমটিপি প্রকল্পের উৎপাদিত মাঠা, লাবান, দধি, প্রর্দশন করা হয়।