আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন ’ Rural Microenterprise Transformation Project(RMTP) ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ শাখার আওতায় খামারী মোঃ দেলোয়ারের হাতে খামার যান্ত্রীকীকরনের অংশ হিসেবে ঘাস ও খড় কাটার মেশিন (9zp 1.0) প্রদান করা হয়।
মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন- সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, কর্মসূচি পরিচালক হুমায়ূন কবীর, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক আজাদ হোসাইন , টেকনিক্যাল উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান ও সংস্থার অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।