পিকেএসএফ-এর সহযোগিতায় জিজেইউএস-এর বাস্তবায়নাধীন RMTP প্রকল্পের ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জিজেইউএস সেমিনার কক্ষে। সভার প্রধান অতিথি ছিলেন- পিকেএসএফ'র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত পিকেএসএফ'র ভেলুচেইন সেক্টর স্পেশালিষ্ট মোঃ ইব্রাহীম আলম, জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও সংস্থা অন্যান্য সম্মানিত সিনিয়র কর্মকর্তাবৃন্দ।