হাঁস পালনে ইয়াছমিন বেগমের সাইয়াছমিন বেগম (৩৫), স্বামীঃ দেলোয়ার থাকেন ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে। এক ছেলে এক মেয়ের জননী তিনি। স্বামী সন্তানের দেখাশোনা আর গৃহ পরিচালনার পাশাপাশি কর্মনশীল মনোভাব থাকায় তিনি যোগাযোগ করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সাথে। তিনি ভোলা জেলার উত্তর ভোলা -১ শাখার অনিকা-২২ সমিতির একজন ঋণী সদস্য।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় ইয়াছমিন বেগমকে ৫০টি একদিন বয়সের পেকিন হাঁসের বাচ্চা, খাবার ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়। এই হাঁস লালন-পালন করে তিনি পারিবারিক মাংস চাহিদা প‚রণের পাশাপাশি বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।
অল্প ব্যয়ে এই পেকিন হাঁস পালনে উদ্বুদ্ধ হচ্ছে ইয়াছমিন বেগমের প্রতিবেশীরাও। নিয়মিত যত্ন আর সঠিক তত্বাবধানে এই হাঁস পালন লাভজনক ও সাশ্রয়ী। তার ইচ্ছে তিনি আরও বড় পরিসরে খামার তৈরি করে পেকিন হাঁস লালন পালন করবেন, এবং বাজারজাতকরণের মাধ্যমে সামাজিক সাবলম্বী হয়ে উঠবেন।